ছয়জন বন্ধু ছেড়ে দেয় তাদের নিরাপদ চাকরি, শুরু করে এক স্বপ্নের যাত্রা—ক্যাফে আমার, কলকাতার এক নতুন স্টার্টআপ, যা অল্প সময়েই হয়ে ওঠে শহরের সবচেয়ে জনপ্রিয় আড্ডাস্থল। কিন্তু জনপ্রিয়তার আড়ালে জন্ম নিতে থাকে বিভেদ, অহংকার আর আর্থিক বিশৃঙ্খলা। এক রাতে, হঠাৎ সব বন্ধ করে, তারা উধাও হয়ে যায়। ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পাড়ি দেয় এক দূরবর্তী গ্রামে। তারা কি পারবে নতুন জীবনে স্থায়ী হতে? না কি পুরনো ভুল আবার টেনে নিয়ে যাবে অন্ধকারে?